গোয়াইনঘাটে ধরা পড়লো ৪৭ কেজি’র বাঘাইড়

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা গোয়াইন নদীতে ৪৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ধরার পর জনতার উপচে পড়া ভীড় দেখা গেছে। স্থানীয়রা বলছেন এত বড় বাঘ মাছ এর আগে দেখেননি।
সোমবার (৯ মে) বিকালে উপজেলার গোয়াইন নদীর ব্রিজ’র নিচ থেকে জেলে ইমানের জালে ওই মাছটি ধরা পড়ে। এসময় গোয়াইনঘাট বাজারে মাছটি ১লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি হয়। জেলে ইমান আলী বলেন, এর আগে এত ওজনের মাছ এ নদীতে ধরা পড়েনি, তাও আবার ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।
তবে মাছটি জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি আরও বলেন, গোয়াইন নদীর মাছের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রতিনিয়ত বড় বড় মাছ ধরা না পড়লেও ছোট আকারের মাছ সবসময় ধরা পড়ে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন