বিদায় বেলায় অশ্রুসিক্ত শিক্ষা অফিসার ও শিক্ষা পরিবার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
চোখে ছিলো পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা । শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষতার সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। সে কারণে বিদায় বেলায় সাধারণ মানুষ ও সহকর্মী সহ সকলেই তার সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
মঙ্গলবার (৯ মে ) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়। বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখের কোণে ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বিদায় কালে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমার মনে হয়না কোন শিক্ষা অফিসার এত সম্মান এত ভালোবাসা পেয়েছে কিনা। চুনারুঘাট উপজেলার মানুষ খুবই আন্তরিক। ভালো থাকুক উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকুরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহয়তা আমি পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম ও শিক্ষক /শিক্ষিকা সহ আরো অনেকেই। জানা যায়, ২০১৮সালের ৭ নভেম্বর চুনারুঘাট উপজেলায় উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মাসুদ রানা । দীর্ঘ ৪ বছর দায়িত্ব পালন শেষে নারায়নগঞ্জের রূপগঞ্জে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। বলা যায় তিনি কখনো সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেনে এবং সেটা সবার চোখেও পড়েছে। আলোচিত শিক্ষা অফিসারে’র প্রশংসা করছেন স্থানীয় অনেক নেতাকর্মীরাও । দীর্ঘ এই সময়ে কেবল প্রশংসিত হয়েছেন। জায়গা করে নিয়েছেন সাধারণ জনমনে। এর আগে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে এবং উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান মোহাম্মদ মাসুদ রানাকে।