মাধবপুরের গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেফতার

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে কাপড়ের গাইডের মতো বস্তায় করে ২০ কেজি গাঁজা পরিবহনে পাচার কালে একজন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে আজ বৃহস্পতিবার (১১মে) দুপুরের দিকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,বুধবার (১০ মে) বিকালে সাড়ে ০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার ০৭নং জগদীশপুর ইউনিয়ন বেলঘর বাস স্ট্যান্ডের ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশ্বে রাস্তায় অভিযান চালিয়ে ভারতীয় ২০ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল মোঃ জঙ্গু মিয়া (৪৫) সে বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।