শাবির উপকেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি হার ৯১.৮৩

শাবিপ্রবির প্রতিনিধি :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতি হার ছিল ৯১.৮৩ শতাংশ।
শুক্রবার (১২মে) বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি শিক্ষাভবনে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই উপকেন্দ্র থেকে ৩০৫১ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৮০০ জন৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষার অনুভূতি জানিয়ে, সিলেট উপশহর থেকে আগত এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা মোটামুটি হয়েছে।যদিও লিখিত অংশটা আমার কাছে কঠিন মনে হয়েছে। তবে ভাল রেজাল্টের আশাবাদী।
উল্লেখ্য, গত শনিবার (৬ মে) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে শাবিপ্রবির কেন্দ্রে উপস্থিত ছিলেন ১ হাজার ৬৫৬ জন।
এছাড়া শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।