মাধবপুরে যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের আলোচনা সভা

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর যোগেশ চন্দ্র স্কুল অ্যান্ড কলেজের ভাবমূর্তি ও ঐতিহ্য রক্ষার্থে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ও ঐতিহ্য রক্ষার্থে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জগদীশপুরে ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খানের সভাপতিত্বে ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, লিয়াকত আলী মনজু, মেম্বার আবদুল কুদ্দুস বেনু, মীর মোঃ শাহজান (খোকন), এম,এম গউছ, নাঈম বিন রাকিব সহ প্রমূখ। বক্তারা বলেন, সম্প্রতি সময়ে যোগেশ চন্দ্র হাইস্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম সহ প্রধান শিক্ষক ও সভাপতি নামে লোকাল পত্রিকা ও জাতীয় পত্রিকায় নিউজ চাপা হয়। এতে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তাদের সুনামধন্য বিদ্যালয়ের ভাবমূর্তি যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে যেন সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করে এবং বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনা হউক।