ইসলামী আন্দোলন সিলেট জেলার মে মাসের মাসিক বৈঠক অনুষ্ঠিত
দৈনিকসিলেট ডেস্ক :
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার মে মাসের নিয়মিত মাসিক বৈঠক শনিবার (১৩ মে) বিকাল ৩টা ৩০ মিনিটে বন্দর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে ও জয়েন সেক্রেটারী মুফতি মুহাম্মাদ আবু তাহের মিসবাহ এর সঞ্চালনায় বৈঠকে বিগত রেজুলেশন পাঠ, পর্যালোচনা ও কেন্দ্র প্রেরিত সার্কুলারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক্ব, সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কে এম ফখরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ আবু রেজওয়ান চৌধুরী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু আহমেদ, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক সায়মন সিকদার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন আরিফী, সদস্য হাফেজ মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।