গোলাপগঞ্জের কুশিয়ারা হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারের কুশিযারা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত মরহুম হাজি সুয়া মিয়া ফ্যামিলি ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার হাজারখানেক বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি পরামর্শের (প্রেসক্রিপশন) পাশাপাশি ফ্রি ওষুধ দেয়া হয়।
ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছেন সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত প্রায় ১১ জন ডাক্তার। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল আছিরগঞ্জের কুশিয়ারা হাসপাতাল কর্তৃপক্ষ ও বৃহত্তর আছিরগঞ্জ হযরত আহমদ শাহ (র.) সমাজসেবা পরিষদ।
মরহুম হাজি সুয়া মিয়া ফ্যামিলি ট্রাস্টের পরিচালক মাওলানা ক্বারি নেজামুল হক জানান, ট্রাস্টের পক্ষ থেকে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় মোট ব্যয় হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ আগামীতেও আব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
মেডিক্যাল ক্যাম্প চলাকালে হাসপাতাল পরিদর্শন করেছেন কুশিয়ারা হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি তেরাব আলী, এ হাসপাতালের অন্যতম উদ্যোক্তা আজিজুর রহমান মনিয়া, সমাজসেবক রাজনীবিদ ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জের রখালাগঞ্জ মাদরাসার সহকারি সুপারিন্টেড মাওলানা আব্দুর রউফ, সিলেট জেলা প্রেক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সিলেট প্রতিদিন২৪ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবীরসহ এলাকার সচেতন মহল।
স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন, সাহিদ আহমদ, আবু সালেহ মো. ইউসুফ, আবু তৈয়্যিব রুবেল, ফখর উদ্দিন, কাউছার আহমদ, হাফিজ আবিদুর রহমান, সিদ্দিক আহমদ, জয়নুল হুদা, রাহাত আহমদ, কামরান আহমদ, রেদওয়ান আহমদ, লায়েক আহমদ, রবিউল ইসলাম, তুহেল আহমদ, ফখর উদ্দিন আহমদ, আজাদ মাহমুদ, মুনেম আহমদ, সুলতান আহমদ, আইনুল হুদা, কাসিম উদ্দিন, হাফিজ ময়নুল ইসলাম, জাহিদ আহমদ, হাফিজ কমর উদ্দিন, সুমন আহমদ, ইমাম উদ্দিন, ফরহাদ মান্না, সুজন আহমদ খাঁন, রেদওয়ান আহমদ, নাইম আহমদ, মামুন আহমদ, লুৎফুর রহমান, মামুন আহমদ প্রমুখ।