মুক্তি রানী বর্মন খুনির ফাঁসির দাবিতে জামালগঞ্জে মানববন্ধন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি :
মুক্তি রানী বর্মনের খুনির ফাঁসির দাবিতে সুনামগঞ্জের জামালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রানী বর্মণের খুনী কাওছার মিয়ার ফাঁসির দাবিতে রবিবার সকালে জামালগঞ্জ খেলাঘর আসরের আয়োজনে জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জামালগঞ্জ খেলাঘর আসরের সভাপতি মো. আলী আক্কাস মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, তরুণ সমাজকর্মী এম আল আমিন, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপজেলার হাওর কন্যা আসর ও কঁচিপাতা আসর সহ বিভিন্ন সংগঠন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এই সময় বক্তারা বলেন, আমাদের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে, আগামী দিনে দেশের হয়ে নেতৃত্ব দিবে, দেশের সুনাম অর্জন করবে। আমি একজন বাবা হয়ে কিভাবে মেনে নিতে পারি এরকম নৃশংস নির্মম হত্যা। আজকের বিচার হোক আগামী দিনের জন্য দৃষ্টান্ত। এভাবে যেন আর কোন মায়ের কোল খালি না হয়। এবং দ্রুত মুক্তি হত্যার দ্রুত ফাঁসির দাবি করেন।