আবুল কাশেমের মুক্তির দাবি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দক্ষিণ সুমরা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা বলেন সরকার আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নির্যাতন করে পাতানো নির্বাচন করতে চায় যা বাংলাদেশের মানুষ আর হতে দেবেনা। শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের গ্রেপ্তার ও নির্যাতন করে চলমান আন্দোলন বাধাগ্রস্ত করতে পারবে না তাই গ্রেপ্তার নির্যাতনের ভয় দেখিয়ে জিয়ার সৈনিকদের থামাতে পারবে না।
মিথ্যা মামলায় অন্যয়ভাবে আবুল কাশেম গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে আবুল কাশেম সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী জানান। অন্যথায় যেকোন উদ্বুত্ব যেকোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।