সিসিক নির্বাচন নিয়ে যে অঙ্ক কষছেন আরিফ
দৈনিকসিলেটডেস্ক:
সিটি নির্বাচন প্রশ্নে বিএনপির কঠোর অবস্থানের বার্তা পাওয়ায় নতুন অঙ্ক কষছেন আরিফুল হক চৌধুরী। নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না, এ নিয়ে দফায় দফায় বৈঠকের পরও সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না বিএনপির এই কেন্দ্রীয় নেতা। অনেকটাই দোটানায় রয়েছেন তিনি। সম্প্রতি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্তা নীরবে সিলেট ঘুরে যাওয়ার পর হিসাব আরও জটিল হয়েছে। শাসনের কর্মকাণ্ডকে রহস্যজনক মনে করছেন তিনি। এছাড়া কেন্দ্রের নির্দেশনা উপেক্ষা করে দলে তার সমর্থক নেতাকর্মীরা প্রকাশ্যে প্রচারণায় অংশ নেবেন কি না এবং এজেন্টের দায়িত্বও পালন করতে পারবেন কি না-এ নিয়েও শঙ্কা রয়েছে তার। অর্থাৎ, প্রার্থী হওয়া না হওয়ার ক্ষোত্রে অনেক সমীকরণ মেলাতে হচ্ছে তাকে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, প্রার্থী না হওয়ার জন্য দলের হাইকমান্ড আরিফের কাছে কঠোর বার্তা পাঠিয়েছে। যদিও আরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, এটা সরকার চাইছে। কারণ, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা পাবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। কারণ, আমার সঙ্গে সাধারণ মানুষ আছে। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের কিছু কর্মকর্তা অতি উৎসাহ দেখাচ্ছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে। বাসা-বাড়িতে তল্লাশির নামে হয়রানি করছে। নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। এসব কীসের আলামত? তিনি বলেন, আমি এখনো প্রার্থিতার ঘোষণা দিইনি। ২০ মে ঘোষণা করব। তবুও আওয়ামী লীগের কিছু নেতা আমাকে প্রতিদ্বন্দ্বী ভেবে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
প্রচারে ব্যস্ত আনোয়ারুজ্জামান : প্রচারে ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামন। রোববার তিনি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে কয়েকটি উপকমিটি করে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন। সভায় প্রচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জোনভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিলকে মধ্যাঞ্চল, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দিনকে পূর্বাঞ্চল, মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সোয়েব আহমদকে পশ্চিমাঞ্চল, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মতিউর রহমান মতিকে দক্ষিণাঞ্চলের প্রচার কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। আর জেলা আওয়ামী লীগের সদস্য নাজরা চৌধুরীকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কো-চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকায় ভোট চাওয়ায় জাপা নেতাকে নোটিশ : সিটি নির্বাচনে নিজ দলের প্রার্থী রেখে নৌকার পক্ষে ভোট চাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ-সদস্য ইয়াহইয়া চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে শুক্রবার রাতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর এক সভায় নৌকা মার্কায় ভোট চান জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী। সৌজন্যে: যুগান্তর