নবীগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) বিকেলে উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার।বিশেষ অতিথি ছিলেন পজীপ কর্মকর্তা সাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।
এ সময় অতিথিরা মাকে নিয়ে স্মৃতিচারণসহ মা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।