আবুল কাশেমকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট ছাত্রদলের নিন্দা
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেমকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ।
সোমবার (১৫ মে) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান বলেন বর্তমানে আওয়ামী নিশী ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলায় গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায়। তারই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় নগরীর সুবিদবাজার এলাকা থেকে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেমকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
নেতৃবৃন্দ অবিলম্বে তাঁর নি:শর্ত মুক্তি ও অবৈধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।