সুনামগঞ্জে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩
দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের ছাতকে ভারতীয় ৪০ বস্তা চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত চারটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কালারুকা এলাকা থেকে ৫০ কেজি ওজনের ৪০ বস্তা ভারতীয় চিনি সহ এসব সিএনজি চালিত অটোরিকশা (ফোরষ্ট্রোক) আটক করে জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শেখ নাজমুল হাসান অভিযান চালিয়ে কালারুকা এলাকায় ৪টি সিএনজি চালিত ফোরষ্ট্রোক ভর্তি চিনি আটক করেন। চোরাকারবারিরা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সিএনজি-ফোরষ্ট্রোকে করে নিয়ে অন্যত্র ন যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে গাড়ি সহ চিনি আটক করতে সক্ষম হয়।
আটককৃত চিনির বর্তমান বাজার মুল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে । আটককৃত সিএনজি- ফোরষ্ট্রোক গুলোর মধ্যে ৩টিই নাম্বারবিহীন।একটি সিএনজি-ফোরষ্ট্রোকের নাম্বার হচ্ছে সুনামগঞ্জ ট-১১-৩২৫০।
চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দনগর-লক্ষীপুর গ্রামের মৃত মছকন্দর আলীর পুত্র শানুর আলী(৪০),গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-দক্ষিণ চাকলপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র মাসুক মিয়া( ৩৫) ও কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রামের মৃত কলমদর আলীর পুত্র কামাল উদ্দিনকে(২৬) আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ছাতক থানার এসআই শেখ নাজমুল হাসান বাদী হয়ে পলাতক কালারুকা ইউনিয়নের পুরাতন লম্বাহাটির বাসিন্দা রুনেল(২২) সহ ৪ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা(নং-১৬) দায়ের করেন। আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ ৩ জন আটক ও ৪ সিএনজি চালিত অটোরিকশা জব্দ করার বিষয় নিশ্চিত করেছেন।