নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, ৬ জন নিহত
দৈনিকসিলেট ডেস্ক :
নিউজিল্যান্ডে একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ছয় জন নিহত হয়েছেন।নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার (১৬ মে) গভীর রাতে ওয়েলিংটনের একটি হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, অনেকের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স।
পুলিশ বলছে, তারা ভবনটিতে প্রবেশ না করা পর্যন্ত মৃতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে বলতে পারবে না।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ওপরের তলায় আগুন দেখতে পান। ভোর ৪টা নাগাদ সেখানে কমপক্ষে ২০টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছিল।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পায়াট এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ওয়েলিংটনের ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেছেন।
পায়াট বলেন, ভবনটিতে অ্যাসবেস্টস রয়েছে। স্থানীয়দের মাস্ক পরতে এবং ধোঁয়াতে নিঃশ্বাস নেওয়া এড়াতে তাদের জানালা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ভবনটির ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে। একজন ব্যক্তি আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার পর গুরুতর আহত হন।