মা বোনদের জন্য নিরাপদ নগরী গড়তে কাজ করবো: মাওলানা মাহমুদুল হাসান
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, সিলেট শহরকে উন্নত সুন্দর ও আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে নারী পুরুষ সমান ভাবে সুফল পেতে পারেন। সবার জন্য সুবিধাজনক ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে চাই। বিশেষ করে সিলেট শহরকে মা-বোনদের জন্য নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাবো।
তিনি মঙ্গলবার (১৬ মে) নগরীর ২১নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার মহিলাদের নিয়ে সোনারপাড়ায় মহিলা সম্মেলনে আলোচনাকালে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাঈদ আহমদ, সহ-সভাপতি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফিজ ওলিউর রহমান সাদিক প্রমুখ।