নবীগঞ্জে প্রশাসনের নির্দেশ উপেক্ষা: সরকারী খালে রাস্তা নির্মাণ
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জের সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামে সরকারি ভূমি থেকে মাটি, বালু মাটি দিয়ে শাখাবারক নদীর পানি নিষ্কাসনের পথ বন্ধ করে রাস্তা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের উন্নয়ন কর্মকান্ড তহবিল থেকে প্রভাবশালী জনপ্রতিনিধি ছত্রছায়ায় সংগঠনের নাম ভাঙ্গিয়ে সাবেক মেম্বার জিল্লুর নুর ও আঃ রকিব গংরা মাটি ভরাটের কাজের নামে সংগঠনপর টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন গ্রামবাসী।
খোঁজ নিয়ে জানা যায়, গুজাখাইড় গ্রামের প্রবাসী ও গ্রামের সম্মেলিত সহযোগিতায় গ্রামের উন্নয়নে ও সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কর্মকাÐে সহযোগিতা করে যাচ্ছেন গুজাখাইড় গ্রাম উন্নয়ন কমিটি। গুজাখাইড় গ্রামের উন্নয়ন কর্মকান্ডে নামে তহবিলের অর্থ খরচ করলে আয় ব্যায়ের সচ্ছলতা প্রশ্নবিদ্ধ রয়েছে গ্রামের সাধারণ মানুষের মধ্যে। জন সাধারন চলাচলের নামে খাল ভরাট রাস্তা নির্মানের নামে সংগঠনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এতে গ্রামের সাধারণ মানুষের প্রতিক্রিয়া থাকলো প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকার কারইে ভয়ে কেউ মুখ খুলার সাহস পাচ্ছেনা। সরকারি ভুমি ক্ষতিসাধন এবং সরকারি খাল ভরাট করার খবর পেয়ে সহকারী কমিশনার ভূমির নিদের্শনায় সদর ইউনিয়নের তহশিলদার ঘটনার সত্যতা পান। ফশফন কাজ বন্ধ করার নির্দেশ দেন।
এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনুক ব্যবস্থা গ্রহণ করবো। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় জন সাধারনের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কমিশনারের হস্তক্ষেপ কামনা করচ্ছেন।