মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
দৈনিকসিলেট ডটকম :
সিলেটের বিখ্যাত আলেমেদ্বীন, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অসংখ্য ছাত্র ভক্ত অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিখ্যাত এ আলেমের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো- বলেও তিনি শোকবার্তায় উল্লেখ করেন।
উল্লেখ্য, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর আজ বুধবার সন্ধ্যায় দরগাহ হযরত কাসিমুল উলুম মাদ্রাসায় তাঁর অফিস কক্ষে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।