মুহিববুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে মাহমুদুল হাসানের শোক
দৈনিকসিলেটডটকম
সিলেটের বরেণ্য আলেম, ঐতিহ্যবাহী দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিববুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। বুধবার গণমাধ্যমে পাঠানে এক শোকবার্তায় তিনি বলেন, গাছবাড়ী হুজুর ছিলেন আমাদের অভিভাবক। তাকে হারিয়ে আমরা দেশের সেরা একজন আলেমকে হারিয়েছি। অভিভাবক হারানোর শোকে আমরা শোকাহত। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করি ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির সমবেদনা জানাই। উল্লেখ্য, হযরত মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুর আজ বুধবার সন্ধ্যায় দরগাহ হযরত কাসিমুল উলুম মাদ্রাসায় তাঁর অফিস কক্ষে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।