মাধবপুরে অবৈধভাবে আহরিত বালিবাহি ট্রাক্টর আটক
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বুড্ডায় অবৈধভাবে বালি আহরণ ও পরিবহনের সময় ২ টি বালুভর্তি ট্রাক্টর আটক করা হয়েছে। বুধবার(১৭ মে) বিকালে বৈধ ঠিকাদারের লোকজন উল্লেখিত ট্রাক্টর দুটি আটক করে।পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।বর্তমানে বালুভর্তি ট্রাক্টর দুটি পুলিশের হেফাজতে রয়েছে বলে ঘটনাস্থলে অবস্থানরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) উজ্জল মোল্লা জানিয়েছেন।জানা যায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের লোকজন অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বৈধভাবে বালিমহালের বালি আহরণের অনুমতিপ্রাপ্ত মহালদারের এলাকা থেকে গত কয়েকদিন ধরে বালি আহরণ করে বিক্রী করে আসছে।আজ বালি পাচারকালে দুটি ট্রাক্টর আটক করা হয়।ট্রাক্টর চালক আহাদ ও মামুন জানায় তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে।তাদেরকে বেশী টাকার লোভ দেখিয়ে বালি পরিবহনের জন্য নিযুক্ত করা হয়েছে।ঠিকাদার পারভেজ চৌধুরীর নিয়োজিত তত্বাবধায়ক ফরিদ মিয়া জানান, একটি শক্তিশালী সিন্ডিকেট আমাদের বৈধ ক্ষেত্র থেকে বালি আহরণ করে নিয়ে যাচ্ছে খবর পেয়ে আমরা আজ দুটি ট্রাক্টর আটক করি।কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফ হোসেন জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।