সিকৃবিতে “ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার

সিকৃবি প্রতিনিধি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ” ব্যাঙ সংরক্ষণের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক একমাত্র সংগঠন প্রাধিকার কর্তৃক আয়োজিত এই সেমিনারে ব্যাঙ সংরক্ষণের উপর অনলাইন উপস্থাপন করেন প্রাধিকারের জনসংযোগ বিষয়ক সম্পাদক জিহাদ আহমেদ। এছাড়াও সংগঠনটির সমসাময়িক কার্যক্রম নিয়ে অনলাইন উপস্থাপন করেন সংগঠনটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও সেমিনারে ব্যাঙ সংরক্ষণ ভূমিকা ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন প্রাধিকারের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. মোঃ মেহেদি হাসান খান, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, প্রভাষক ডা. মোঃ মাসুদ পারভেজ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। উক্ত সেমিনারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষকবৃন্দ, প্রাধিকারের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০১৫ সালের রেড লিস্ট অনুসারে বাংলাদেশে ৪৯ প্রজাতির ব্যাঙ রয়েছে। এর মধ্যে ১০ প্রজাতির ব্যাঙ রয়েছে বিপন্ন অবস্থায়। জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়ের কারনে বিপন্ন প্রজাতির তালিকা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ব্যাঙ সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১২ সাল থেকে যুক্তরাষ্ট্রের ‘সেভ দ্যা ফ্রগস’ ফাউন্ডেশনের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে প্রাধিকার