মাধবপুরের ভ্রাম্যমাণ আদালতে অভিযানে জরিমানা আদায়
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে উপজেলার ধর্মঘর ও চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান ও সরকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ধর্মঘর ও চৌমুহনী বাজারের মোট ৮ টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ও মোটরযান ও সড়ক পরিবহন আইনে ৪ টি ট্রাক সহ মোট ১৭ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এতে মাধবপুর থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে এক চৌকস দল পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জানান এইধরনের অভিযান অব্যাহত থাকবে।