শাবির জিডিএন’র নতুন সভাপতি মেজবাহ, সা: সম্পাদক ইমাদ
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন গ্র্যাজুয়েট ডেভলপমেন্ট সাস্ট’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের মো. ফাহিম উদ্দিন ইমাদ মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সাকিব মুবাল্লিগ, সহ-সভাপতি (যোগাযোগ) মোহাম্মদ মুনির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি (দক্ষতা উন্নয়ন) আরিয়ান বিন জহুর, সহ-সভাপতি (প্রোগ্রাম) মো. হাবিবুল মুরসালিন চৌধুরী, যুগ্ম সম্পাদক লিমন চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার কবির, সাদিকা ফেরদৌসি চিশতি, কোষাধ্যক্ষ আবির মাহমুদ, সহকারী কোষাধ্যক্ষ আব্দুর রহমান আকিব, সাংগঠনিক সম্পাদক মো. মাহিদুল ইসলাম মৃদুল, সহ সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক সজীব, মো. এহসান হাবিব, দপ্তর সম্পাদক আরমান রশিদ, সহ দপ্তর সম্পাদক সাওদা বেগম, ইউসুফ চৌধুরী, দক্ষতা উন্নয়ন সম্পাদক খাদিজা আক্তার লাবণী, সহ দক্ষতা উন্নয়ন সম্পাদক মো. সাদমান শাহরিয়ার, ফাতিহা আক্তার চৌধুরী, যোগাযোগ সম্পাদক সাইমা আলম মীম, সহ যোগাযোগ সম্পাদক ইমরান হোসাইম রুমী, আরাত্রিকা বড়ুয়া সৃজা, গণমাধ্যম ও প্রচার সম্পাদক নুঝহাত তাসনিম প্রমি, সহ গণমাধ্যম ও প্রচার সম্পাদক তাসমিনা আক্তার চৌধুরী, শিক্ষা সম্পাদক মুমেনা পান্না খান, বহিরাগত বিষয়ক সম্পাদক নুঝহাত জুলফা, বহিরাগত বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম, লজিস্টিক ম্যানেজমেন্ট সম্পাদক অনিমেষ বিশ্বাস অর্ক, সহ লজিস্টিক ম্যানেজমেন্ট সম্পাদক মোসাররাত মুরশেদ মাইশা, পার্থ সরকার, এন্টারটেইনমেন্ট ও রিক্রিয়েশন সম্পাদক মিশকাত আহমেদ নওশাদ, এন্টারটেইনমেন্ট ও রিক্রিয়েশন সহ সম্পাদক দেলওয়ার সাকিব, আইটি ও ডিজাইন সম্পাদক নুঝহাত সুরাইয়া সাবা, সহ আইটি ও ডিজাইন সম্পাদক নূর মোহাম্মাদ আশিক, পারভেজ মোশারফ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সায়মা আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সহসম্পাদক মুসা আল ফাহিম এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আশরাফুল হক শুকরান, নাজমুন নাহার এবং আব্দুস সালাম সেলিম।