বানিয়াচংয়ে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার
বানিয়াচং প্রতিনিধি
বানিয়াচংয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেমিনার ও প্রদর্শনীটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ড. জামিলুর রহমান বিজ্ঞানী বিসিএসআইআর ও ড.মো: মোতালেব বিজ্ঞানী বিসিএসআইআর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, জাকির হোসেন মহসিন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, তথ্য আপা নুপুর মোহন্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সাংবাদিক আক্তার হোসেন আলহাদী, শেখ নূরুল ইসলাম, জুয়েল রহমান, তাপস হোম, শাহ সুমন প্রমুখ।
সেমিনারে স্পিরুলিনা শৈবাল চাষ ও জুস-সস ও জেলি তৈরির উপর বিজ্ঞানীরা তথ্য উপস্থাপন করেছেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় নতুন নতুন উদ্ভাবন করে উদ্যোক্তা হওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি সেমিনারে আহবান জানানো হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে ষ্টল স্থাপন করে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয়।