মাধবপুরের ভ্রাম্যমাণ আদালতে অভিযান জরিমানা
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্টান ও ট্রাকসহ উপজেলার থেকে মনতলা হয়ে ধর্মঘর পর্যন্ত নবনির্মিত গ্রামীণ সড়কে অতিরিক্ত পণ্যবোঝাই, লাইসেন্স ও রুট পারমিটবিহীন ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে ভোক্তা অধিকার আইন ও মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান সঙ্গে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ভ্রাম্যমাণ আদালতে অভিযানে উপজেলার চৌমুহনী বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্টানেকে জরিমানা এবং মোটরযান ও সড়ক পরিবহন আইনে মোট ৪ টি মামলায় ছাব্বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযানে মাধবপুর থানার চৌকস পুলিশের একটি দল সহযোগীতা করেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযান চলমান থাকবে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান।