কোম্পানীগঞ্জে পুলিশ পৃথক অভিযানে গ্রেফতার ১১
দৈনিকসিলেট ডটকম :
সিলেটের কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত দুই আসামি কোম্পানীগঞ্জ উপজেলার কালিবাড়ি গ্রামের আব্দুন নুরের পুত্র আশরাফ মিয়া ও সাহাব উদ্দিন।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের মৃত ভাতির আলীর পুত্র জাহাঙ্গীর আলম, উত্তর রাজনগর গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র বাবুল মিয়া, দক্ষিণ কলাবাড়ি গ্রামের ফয়জুল ইসলামের পুত্র আলমগীর হোসেন, বর্নি পুর্বপাড়ার মানিক মিয়ার পুত্র আল আমিন, দবির মিয়ার পুত্র কাউছার মিয়া, আব্দুল জলিলের পুত্র ফয়সাল হোসেন, জৈন উদ্দিনের পুত্র সাচ্ছা মিয়া, রোমান আহমদ ও দলইরগাঁও গ্রামের ধনাই মিয়ার পুত্র মিছবাউল মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত আসামী, চুরি- ডাকাতিসহ অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।