মাধবপুরে স্কুলছাত্রীকে জাফলং থেকে উদ্ধার, গ্রেফতার ১
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অপহরণের শিকার আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে সিলেটের জাফলং থেকে উদ্ধার করেছে পুলিশ।অপহরণকারী নাজমুস সাকিবকেও আটক করা হয়েছে।তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর আজ শুক্রবার (১৯ মে) বিকাল সোয়া ৪ টার সময় মাধবপুর থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির জাফলং থেকে অপহরণকারীকে আটক ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেন।
মামলার বিবরণে জানা যায় আন্দিউড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কুদ্দুছের মেয়ে ওই স্কুলছাত্রী গত ১৪ মে রবিবার আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে রওনা হয়ে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছামাত্র সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আসামী নাজমুস সাকিব অজ্ঞাতনাম দুই সহযোগীর সহায়তায় তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকবসায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এ ব্যাপারে মেয়ের মা সানজিদা পারভিন ১৬ মে মাধবপুর থানায় নাজমুস সাকিব সহ ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা করেন।
সানজিদা পারভিন জানান,তার মেয়ে গত রমজান মাসে পুর্ব আন্দিউড়া মসজিদে কোরআন শিক্ষার জন্য ভর্তি হয়।ওই মসজিদে কোরআন শিক্ষাদানের দায়িত্ব ছিলেন নাজমুস সাকিব।নাজমুস সাকিব তখন প্রায় সময়ই তার মেয়েকে কুপ্রস্তাব দিত এবং নানাভাবে হয়রানী করতো।আসামী নাজমুস সাকিব মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামের বাসিন্দা।তার পিতার নাম আব্দুর রউফ।
এস়আই হুমায়ুন কবির জানান,তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারী সাকিবের অবস্থান নিশ্চিত হয়ে তিনি জৈন্তাপুর থানা পুলিশের সহায়তায় অপহরণকারীকে আটক ও অপহরণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করেছেন।আগামীকাল ওই স্কুলছাত্রীর মেডিকেেল টেস্ট করানো হবে বলে জানিয়েছেন এসআই হুমায়ুন।