মাধবপুরের সাংবাদিকের মোটরসাইকেল ও টাকা ছিনতাই
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের আদাঐর ইউনিয়নের আদাঐর দক্ষিন পাড়ায় দৈনিক এই বাংলা প্রতিনিধি নারায়ন সরকারের উপর দুস্কৃতিকারীরা হামলা চালিয়ে নগদ টাকা ও মোটর সাইকেল ছিনিয়ে নিয়েছে।এ ঘটনায় নারায়ন সরকার থানায় অভিযোগ দিয়েছেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (১৯ মে) সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে এবং সাংবাদিক নারায়ন সরকারের সাথে কথা বলে জানা যায় আজ সকালে তিনি আদাঐর দক্ষিনপাড়ায় তার গুরুঠাকুরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তেলিয়াপাড়া থেকে মোটরসাইকেলে করে রওয়ানা দিয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র বিবাদী হিরেন্দ্র লাল সরকার ও বিরেন্দ্র লাল সরকার স্থানীয় কিছু লোকজন নিয়ে তার পথরোধ করে তার উপর চড়াও হয়।বিবাদীগণ নারায়ন সরকারের মোটর সাইকেলে আঘাত করে এবং একইসাথে নারায়ন সরকারকে মারপিট করতে শুরু করে।নারায়ন সরকারের পকেটে থাকা ২ লাখ টাকাও বিবাদীরা ছিনিয়ে নেয়।এসময় তারা নারায়নের মোটরসাইকেলটিও ছিনিয়ে নিয়ে যায়।আশপাশের লোকজন এগিয়ে এসে নারায়ন সরকারকে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে নারায়ন সরকার হিরেন্দ্র লাল সরকার,বিরেন্দ্র লাল সরকার ও আলফাজ মিয়াকে আসামী করে মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার এসআই সাইদুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের সাথে কথা বলেন এবং নারায়ন সরকারের মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এসআই সাইদুল ইসলাম জানান,তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিরেন্দ্র সরকার জানান, নয়নের মামা প্রদীপ সরকারের সাথে তাদের জায়গাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে।মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন সরকার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।