অবশেষে রেজিস্ট্রি মাঠে সমাবেশ করার অনুমতি পেলেন আরিফ
দৈনিকসিলেটডটকম
অবশেষে রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি পেলেন আরিফুল হক চৌধুরী। অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সুদীপ দাস।
জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তার ২০মের সমাবেশের জন্য রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবার কাছে লিখিত অনুমতি চেয়ছিলেন। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎ পুলিশ প্রশাসন তাকে জানিয়ে দেয় যে, আইনশৃঙখলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই তারা তাকে সমাবেশ না করার অনুরোধ জানান। তারা রেজিস্ট্রারি মাঠে প্রবেশের পথেও তালা ঝুলিয়ে দেয়।
এমন পরিস্থিতিতে আরিফুল হক চৌধুরী নিজের নেতাকর্মীদের নিয়ে রেজিস্ট্রারি মাঠের গেইটেই অবস্থান নেন। নেতাকর্মীদের নিয়ে সেখানেই বসে পড়েন।
তবে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ প্রশাসন গেইট খোলে দিলে নেতাকর্মীরা মেয়রকে নিয়ে মিছিল সহকারে রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করেন।
এসময় আরিফুল হক চৌধুরী গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, অবশেষে প্রশাসনের বোধোদয় হয়েছে। তারা তালা খুলে নিয়েছেন। আগামী কাল শনিবার বিকেলে তিনটায় এখানে কোন দলের সমাবেশ হবেনা। সিটি করপোরেশনের নাগরিকদের নিয়ে আমার সংবাদ সম্মেলন হবে। সেই সংবাদ সম্মেলনেই আমি জানিয়ে দিবো, আগামী নির্বাচনে আমি প্রার্থী হবো কি না।