নবীগঞ্জে পুলিশ প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শুক্রবার (১৯ মে) জেকে হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ইং অনুষ্টিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন নবীগঞ্জ থানা টিম ও বাহুবল থানা টিম। বিকাল ৪ টায় সার্কেল এসপি আবুল খায়ের এর নেতৃত্বে বাহুবল থানা পুলিশ টিম এবং অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ এর নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ টিম খেলায় অংশ গ্রহন করে।
খেলার শুরুতেই উভয় টিমের খেলোয়াড়গণ সরব থাকেন। উত্তেজনা পুর্ণ খেলায় ঊভয় টিমই সুযোগ কাজে লাগাতে না পেরে গোল দিতে পারেন নি। উক্ত খেলায় চসৎকার খেলেছেন বাহুবল টিম লিডার বাহুবল সার্কেল এসপি আবুল খায়ের এবং নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ।
নবীগঞ্জে প্রথমবারের মতো পুলিশ প্রশাসনের উদ্যোগে কোন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হলো। মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। অবশেষে গোল শুন্য অবস্থায় খেলার সমাপ্ত ঘটে। পরে সেরা খেলোয়াড় হিসেবে বাহুবল সার্কেল এসপি আবুল খায়ের এর হাতে ক্রেষ্ট তুলে দেন ওসি ডালিম আহমদ। এছাড়া উভয় টিমের হাতে ট্রফি তোলে দেন অতিথিরা।