মাধবপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্টিত
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নিয়মিত সভা শনিবার (২০ মে) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। দৈনিক সংবাদ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলীর সভাপতিত্বে ও সময়ের আলো প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম জুলহাশ উদ্দিন রিংকুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক জনকন্ঠ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক পাল চৌধুরী,দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর,দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হামিদুর রহমান,দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী,দৈনিক ভোরের পাতা প্রতিনিধি শেখ জাহান রনি ও দৈনিক ঢাকা প্রতিনিধি নাহিদ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি জাকির হোসেন,দৈনিক গণকন্ঠ পত্রিকার প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক বাংলা টাইমসের ত্রিপুরারী দেবনাথ তিপু,আজকের হবিগঞ্জ প্রতিনিধি রিংকু দেবনাথ মশিউর রহমান মোর্শেদ প্রমুখ।
সভায় অতি দ্রুত মাধবপুর উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র প্রণয়ন,সদস্যদের সাংবাদিকতার নিয়মনীতি মেনে রিপোর্ট করার বিষয় সহ নানাবিধি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী স্থাণীয় একটি হোটেলে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন।