সিলেটের দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
দৈনিকসিলেটডটকম
সিলেটর দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুর আড়াইটর দিকে দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে মহদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২০ মে) দুপুরে দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে মহদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। মরদেহটি উদ্বার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।