সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
দৈনিকসিলেডেস্ক
মৌলভীবাজারের লাউয়াছড়ায় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়। এর ফলে দীর্ঘ ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চালু হলো।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ৪টা ৪৫ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী কালনি ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা ও ঢাকা থেকে সিলেটগামী ওই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
লাউয়াছড়া পাহাড়ি এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পড়ে। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে একটি বিশাল আকৃতির গাছ পড়ায় ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।
পরে যাত্রীদের উদ্ধার করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে স্টেশনে পাঠিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান পরিচালক ওমর ফারুক।
এদিকে, এ ট্রেন দুর্ঘটনার তদন্তের পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) বিভাগীয় প্রকৌশলী (২) ঢাকা, বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী। কমিটির সদস্যরা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।