কোম্পানীগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার লাছুখাল গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র আবুল বাশার, কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর বুড়দেও গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র বাবুল হোসেন, শিলেরভাঙা গ্রামের নুরুল ইসলামের পুত্র আব্দুল্লাহ মামুন, শামছুল হকের পুত্র সাদ্দাম হোসেন, লাছুখাল গ্রামের মৃত আব্দুল ওহিদের পুত্র শুকুর মিয়া, কাঁঠালবাড়ি গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র সহিদ মিয়া।
এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা, তিন বান্ডিল তাস ও একটি প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাছুখাল গ্রামে জনৈক আব্দুর নুর ডাক্তারের একটি ভাড়াটিয়া বাসায় জুয়ার আসর বসেছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে অংশ নেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলম, উপ-পরিদর্শক আজিজুর রহমান, উপ-পরিদর্শক মঞ্জুর রহমান, উপ-পরিদর্শক সুরঞ্জিত তালুকদার, উপ-পরিদর্শক জনার্দন তালুকদার ও সহকারী উপ-পরিদর্শক কাঞ্চন চক্রবর্তীসহ একদল চৌকস পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।