জগন্নাথপুরে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজমা বেগম (১৮) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নাজমা বেগম শান্তিগঞ্জ থানার গাজিনগর গ্রামের মৃত ওয়ারিছ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাড়ারগাঁও গ্রামের আব্দুস সালামের বাড়ীতে মৃত নাজমা বেগমের বড় বোন কাজ করত। নাজমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে নাজমার মা নাজমা বেগমকে গত দুই মাস যাবত আব্দুস সালামের বাড়ীতে কাজ করার জন্য দেন।
জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামের বসতঘরের বাতরুমের শাওয়ারের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এখনও মৃত্যুর কারণ পাওয়া যায়নি।