ধর্মপাশায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
দৈনিকসিলেট প্রতিবেদক :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে পলাশ আহমদ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরেক কিশোর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার এঘটনা ঘটে।
নিহত পলাশ আহমদ হরিপুর গ্রামের শাখাজুলের ছেলে। গুরুতর আহত মোন্তাছির শান্তিপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে জয়শ্রী ইউনিয়নের মরা নদীর পাড়ে ফুটবল খেলতে যায় এলাকার কয়েকজন কিশোর। এ সময় আচমকা ঝড়-বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। এসময় মোন্তাছির গুরুতর আহত হন স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বজ্রপাতের ঘটনা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, বজ্রপাতে একজন মারা গেছে। আরেক জনের অবস্থা আশংকাজনক।
এতথ্য নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।