মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরের শাহপুর থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২১ মে) রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই সাইদুল ইসলাম, এএস আই নরুল হক নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুরুজ মিয়া (২৬) বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
সুরুজ মিয়ার নামে বড়লেখা থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে এসআই সাইদুল ইসলাম জানিয়েছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মাদক আইনের সংস্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত সুরুজ আলীর বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুলে মাধবপুর থানা পুলিশ বদ্ধপরিকর।