বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন জেলা আহবায়ক কমিটি গঠন
দৈনিকসিলেট ডেস্ক :
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভা, ঈদ পূনর্মিলনী সিলেট জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) সিলেটের জাফলংয়ে একটি অভিজাত হোটেলে এ সম্মেল অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সিলেট জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ মুহিবুর রহমানকে আহ্বায়ক ও গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য রাজু আহমদকে সদস্য সচিব করে বাংলাদেশ ইউনিয়নন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি এম হোসেন আলী মাষ্টার মেম্বার ও ভারপ্রাপ্ত সাধারণ মাসুদ আহমদ মেম্বার এক স্বাক্ষরিত পত্রে এ কমিটি অনুমোদন দেন।
কমিটির দায়িত্বশীলরা হলেন, আইয়ুবুর রহমান, ফয়ছল আহমদ, আসাদুর রহমান নুর, মোস্তক আহমদ, শিবলী বেগম, শামীম আহমদ, নিজাম উদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুল কাদির, জসিম উদ্দিন, মোঃ কাচা মিয়া কছির, রাসেল আহমদ, সাদিকুর রহমান খান, এম. মনিরুজ্জামান মনির, ফজলুর রহমান, জাবের আহমদ, লিটন আহমদ, মোঃ ফজর আলী, শেখ বুরহান উদ্দিন, আব্দুর রহমান, শফিক মিয়া রুহুল আমীন, আবুল কালাম আজাদ, রফিক আহমদ, জাকির হোসেন, মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, জয়নাল আবেদীন, আজিম উদ্দিন, জামাল উদ্দীন, আমিনুর রশীদ শামিম, মামুনুর রশীদ কামাল, আব্দুল কাদির, গগন, মোঃ আব্দুল মান্নান, বাদশা মিয়া, নেছার মিয়া, দুদু মিয়া
উক্ত কমিটি আগামী ৩০ দিনের মধ্যে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।