হবিগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক :
হবিগঞ্জ মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৯। রোববার (২১ মে) সকাল সাড়ে ৭টায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মাধবপুর আহাম্মদপুর গ্রামের আব্দুর রইস মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ও একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৪৮)।
আজ সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর মিডিয়া কর্মকর্তা আফসার আল আলম জানান, র্যাব-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় ২০২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।