গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, ফারুক আহমদ প্রমুখ।