সুরমা ইউনাইটেড বয়েস ক্লাবের সভাপতি, ছাত্রদল নেতা আব্দুল ওয়াহিদের উপর ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার :
গতকাল (৭ জানুয়ারী ২০১৩) ইং রাত অনুমান ১০টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে সামনে ছাত্রলীগ কর্মীদের হাতে পশ্চিম দর্শা গ্রামের মো: আতাউর রহমানের ছেলে মো: আবদুল ওয়াহিদ মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, আহত মোঃ আব্দুল ওয়াহিদ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং তিনি তার নিজ এলাকার সুরমা ইউনাইটেড বয়েস ক্লাবের সভাপতি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হামলা চালানো হয়।
ঘটনার বিষয়ে আহতের পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে দলীয় কার্যক্রম শেষে বাড়িতে ফেরার পথে ছাত্রলীগ কর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়। বর্তমানে তার ছেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি দাবি করেন আওয়ামী লীগের ক্ষমতাশীন প্রভাবশালী নেতা নিজাম উদ্দিনের মদদে তার ছেলের উপর এ হামলা চালানো হয়। তিনি আরো বলেন, উক্ত ঘটনার বিষয়ে তিনি প্রশাসনের কোন সাহায্য সহযোগিতা পাননি।