মাধবপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে মোঃ মোজাহিদ নামে ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। উঠানে খেলতে খেলতে সবার অগোচরে ডোবার পানিতে পড়ে যায় শিশু মোজাহিদ।
সোমবার (২২ মে) সকাল ১০টার দিকে মোজাহিদের নানার বাড়ি উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাহিদ একই উপজেলার গোবিন্দপুর গ্রামের হাজী বাড়ির সৌদি আরব প্রবাসী মোঃ জাকির হোসেন অরফে মার্জিনের ছেলে।
এলাকাবাসী ও পরিবারের সূত্রে জানা গেছে, মোজাহিদ দুই-এক দিন আগে তার মায়ের সঙ্গে দুর্গাপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার ভাসমান লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।