ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চুনারুঘাটে র্যালী ও আলোচনা
হবিগঞ্জের চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রতিপাদ্য স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়। সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার,মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ইন্সপেক্টর তদন্ত গোলাম মোস্তফা, ডা: শাকিল আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, খন্দকার আলা উদ্দিন, জিলানী আখঞ্জি, সার্ভেয়ার আব্দুস শহীদ, তহশিলদার আব্দুস সালাম, মঈনুল ইসলাম, মোঃ শাহেদ মিয়া সহবিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী, উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে সকল কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবারে ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা ।