নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির মাসিক সভা সোমবার (২২ মে) সন্ধ্যায় নবীগঞ্জ শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির সভাপতি মোস্তাক আহমেদ মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঠিকাদার সমিতির অন্যতম সদস্য কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, সদস্য এডভোকেট ফারুক আহমেদ, সদস্য লুকমান আহমদ খান, মোঃ সরওয়ার শিকদার, সদস্য ইকবাল আহমেদ বেলাল, প্যানেল মেয়র জাহেদ চৌধুরী, তারা মিয়া, আব্দুল মতিন, নোমান চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, ফয়ছল তালুকদার, জুহুরুল ইসলাম রাহুল, প্রনব দেব, শাহ মুছা, নিতাই দাশ, জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।
সভায় ঠিকাদার সমিতির সদস্য আব্দুল মতিনের ঠিকাদারীর যৌথ ব্যবসার টাকা আত্মসাত, সমিতির শৃংখলা ভঙ্গের দায় এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে মেসার্স আর্মি এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী হোসাইন আহমদকে নবীগঞ্জ সরকারী ঠিকাদার সমিতির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।