দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই: এমপি আব্দুল মজিদ
দিলোয়ার হোসাইন বানিয়াচং থেকে :
হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যাণে সরকার শিক্ষা, চিকিৎসা,স্বাস্থ্য ইত্যাদি খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। নতুন রাস্তা-ঘাট,শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছুই বর্তমান আওয়ামীলীগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন, “যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত” একটি দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।
সোমবার (২২ মে) দুপুর ১২টায় বানিয়াচং আইডিয়েল কলেজের ৪ তলা নতুন ভবন উদ্বোধনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় প্রভাষক অরুপ কুমার দাসের সঞ্চালনায় ও বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়েল কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথির কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাছিরা আক্তার অনামিকা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,আইডিয়েল কলেজের প্রতিষ্ঠাতা ও বানিয়াচং ২ নম্বর উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামন খান (ধন মিয়া)।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাস তালুকদার, সুফিয়া মতিন কলেজের অধ্যক্ষ সুলতান আহমদ ভূঁইয়া,সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসার প্রিন্সিফাল মাও: আব্দাল হোসেন খান, ৪ নম্বর দক্ষিণ -পশ্চিম ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আসাদুর রহমান খান, আইডিয়েল কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার দাস,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রমুখ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, সাংবাদিক শেখ জওহর হোসেন ফাহাদী, আক্তার হোসেন আলহাদী, হৃদয় খান, শেখ নুরুল ইসলাম,তাপস হোমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, উক্ত কলেজের প্রভাষকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।