শাবিতে দুইভাগে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
শাবিপ্রবি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে শেখ হাসিনার উদ্ভাবনকে স্বাগত জানাতেও দুইভাগে বিভক্ত শাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ মে) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার গ্রুপ একসাথে এবং পরবর্তীতে বিকাল সাড়ে চারটায় দুইগ্রুপ একসাথে এ আনন্দ শোভাযাত্রা বের করে।
এরমধ্যে শাখা ছাত্রলীগের খলিল-সজিব-মামুন-সুমন মোট চার গ্রুপের নেতাকর্মীরা এবং বিকাল সাড়ে চারটায় তারেক-সুমন ও স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা পৃথক দুইটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা দুইটি ছাত্রদের আবাসিক শাহপরান হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন উভয় গ্রুপের নেতাকর্মীরা। দুপুর ১ টায় খলিল-সজিব-মামুন-সুমন গ্রুপের আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় গ্রুপগুলোর নেতাকর্মীরা। এসময় বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সুমন মিয়া প্রমুখ।
এতে চারগ্রুপের মোট দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে বিকাল সাড়ে চারটায় তারেক-সুমন ও স্বাধীন গ্রুপের নেতাকর্মীরাও শোভাযাত্রা শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্ত। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগকর্মী অর্থনীতি বিভাগের নাজমুল হুদা শুভ প্রমুখ। এসময় এ দুই গ্রুপের মোট শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।