চুনারুঘাটে ১কোটি ২৩ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় কৃষকদের মাঝে এক কোটি ২৩ লাখ টাকার ৫০শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার (২৪) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও কৃষি অফিসার মাহিদুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, ভর্তুকি মূল্যে উপজেলার ১৪ টি রিপার মেশিন, কম্বাইন হারভেস্টার ৭ টি, মারাই যন্ত্র ১৩ টি ও ২টি ভুট্টা মারাই সহ ৩৬টি মেশিন বিতরণ করা হয়। এসময় চুনারুঘাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রইছউল্ল্যা, পৌর কাউন্সিলর জালাল আহমেদ ও সাংবাদিক আব্দুল জাহির মিয়া উপস্থিত ছিলেন।