নবীগঞ্জে কলেজ ছাত্রের ২শ’ গাছ কর্তন, অভিযোগ দায়ের
নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের শেরফরাজপুর গ্রামের মৃত সামছুল ইসলামের পুত্র মোঃ সাইফুল ইসলাম নামের এক কলেজ ছাত্রের ২ শতটি আকাশি (ইউক্লিপটার্স) জাতের চারা গাছ কর্তন করা হয়েছে। বুধবার (২৪ মে) সকাল অনুমান ৬টায় ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় একই এলাকার ফুটারচর গ্রামের মৃত শেখ আব্দুল মুকিত আহমেদ এর পুত্র শেখ মশির আহমেদ রায়হান (৪৪) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গাছের মালিক ও নবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজে অধ্যায়নরত কলেজ ছাত্র মোঃ সাইফুল ইসলাম নামের যুবক বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির আত্মীয়ের সাথে পূর্ব বিরোধ থাকায় এরই জের ধরে সাইফুল ইসলামের দুই বছর আগের রূপনকৃত উল্লেখিত গাছ গুলো নির্বিচারে কর্তন করেছে রায়হান।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।