জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নুরুল ইসলাম
দৈনিকসিলেট ডটকম :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম।
তিনি নৌকা প্রতীকে পান ২২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তালহা আলমের (কাপ পিরিচ) প্রাপ্ত ভোট ১১ হাজার ২০৩। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আবদুল কাইয়ূম কামালী (খেজুরগাছ) ৬ হাজার ১শ’ ৪৮ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী সাবেক দুই বারের ইউপি চেয়ায়ম্যান হারুন রশীদ (আনারস) পেয়েছেন ৪ হাজার ৭ হাজার ৭৫ ভোট।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্ব এজেন্ট ও প্রিসাইটিং কর্মকর্তার নিকট থেকে এ ফলাফল পাওয়া গেছে।
নির্বাচনে ২ লাখ ১৪৮ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৪৮হাজার।
উপনির্বাচনে ৮১টি ভোট কেন্দ্রর মধ্যে অনেক ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুবই কম। অনেক কেন্দ্র ভোটার সংখ্যা কম ছিল। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলে।নির্বাচনে স্থায়ী বুথ ছিল ৫২৯টি ও অস্থায়ী ৭০টি। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তাসহ ৪ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্যসহ পর্যাপ্ত র্যাব, বিজিবি, ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন।