হবিগঞ্জ আদালতে কর্মচারীদের ৩ দিনব্যাপী কর্মশালার সনদপত্র বিতরণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক আদালতের সহায়ক কর্মচারীদের নিয়ে ৩ দিনব্যাপী ইন-সার্ভিস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এর বিচারক মো: হাসানুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রাজজ ২ – এর বিচারক ইয়াছির আরাফাত সহ জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ। পরে প্রধান অতিথি ৮৫ জন আদালতের সহায়ক কর্মচারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।