ঝড়ে ক্ষতিগ্রস্তের মাঝে বিমান প্রতিমন্ত্রী ডেউটিনসহ আর্থিক সহায়তা প্রদান
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে কালেঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আর্থিক সহায়তা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী। এ উপলক্ষে রানিগাও ইউনিয়নের পরিষদ মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রানিগাও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে ১ বান্ডেল হারে ১৮ বান্ডিল ঢেউটিন, নগদ ৩ হাজার করে ৫৪ হাজার টাকা ও ৩০ কেজি করে ৬৬টি পরিবারকে ১.৯৮০ মেট্রিক টন চাল বিতরণ করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা, অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল, মিরাশি ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার, আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন পলাশসহ আরো অনেকেই।